





কোম্পানী যত বড়ই হোক জব সিকিউরিটি আগে জেনে নিন। তারপর ভাবুন চাকুরিতে যাবেন কিনা?
মাসল পাওয়ার যাদের বেশি টাকাও বেশি, জব রিস্ক তত বেশি !
বিশেষ করে যারা ইলেকট্রনিকস, গার্মেন্টস, টেক্সটাইলস, মাটি বেঁচার ব্যবসা থেকে নতুন ফুডের ব্যবসায় নাম লিখাচ্ছেন তাদের থেকে বিরত থাকবেন, কারন সকালে বলতে পারবেন না বিকালে আপনি চাকুরিতে থাকবেন কিনা। কারন এরা ব্যাংক লোন নিয়ে টাকা লোপাট করে চলে যায় আর আমাদের রাস্তায় ফেলে যায়। তাই যারা ভাল অবস্থানে আছেন ডাবল স্যালারী অফার পেয়ে নিজের ক্যারিয়ার রিস্ক এ ফেলবেন না। আর খেপ মারতে চাইলে ৬-৯ মাসের খেপ মারতে পারেন। ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে লিখা। অনেক বড় বড় গ্রুপ আছেন যখন তখন কান কথা শুনে বা গ্রুপিং এর স্বীকার হয়ে ক্ষণিকেই চাকুরি হারান কোন কারন ছাড়াই নিজের চোখে দেখেছি যা বলবার ভাষা নাই। -কে আর ইসলাম