Facebooktwitterredditpinterestlinkedinmail

সাবধানের মার নেই! যারা ফুডে ডিপ্লোমা করেছো তারা যেভাবে চাকুরির গ্রহনযোগ্যতা বাড়াতে পারো তা নিয়ে সমাধান নিতে সিনিয়র আইকন গন এর কাছ থেকে সহযোগিতা পেতে পারো।


সরাসরি HSC+BSc Food (Private) আবেদন নিচ্ছে না অনেক নামকরা গ্রুপ ও তাদের অংগ প্রতিষ্ঠানসমুহ। তাই নিচের অপশন গুলোর মধ্যে থেকে সমাধান পেতে পারো।


১।চাকুরির পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি তে পড়তে পারো অন্তত সরকারি একটা সনদ হবে। অনেক সিনিয়র ডিগ্রি করেছেন এভাবেই।
২। আর যদি Duet/পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ পাও সেখানে পড়তে পারো।
৩। ফুডে ডিপ্লোমা করে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারো, তাহলে চাকুরির সুযোগ বেড়ে যাবে, যেকোন ধরনের কোম্পানিতে জব পাবে।
৪। যাদের পারিবারিক আর্থিক সমস্যা আছে তারা সময় সুযোগ বুঝে জেনারেল এ বিএসসি করে নিবে। অভিজ্ঞতা হয়ে গেলে আর কোন সমস্যা নেই।
ইঞ্জিনিয়ার হলেই প্রমোশন হবে সেটা ভাববার কোন কারন নেই।

সবশেষ দক্ষতার কোন বিকল্প নেই। তাই নিজ হাতে কাজ শিখে নিজের দক্ষতা বাড়িয়ে চাকুরির সুযোগ বাড়িয়ে নিতে পারো সবাই। আর FEAB FOUNDATION সবাইকে Beverages Bakery Water Juice Dairy Confectionery Snacks এর সকল কাজ শিখিয়ে চাকুরির জন্য তৈরি করে গড়ে তুলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.