Facebooktwitterredditpinterestlinkedinmail

চাকুরিতে যে বিষয় এ আবেদন করবে তার উপর বিশদ ভাল ধারনা থাকতে হবে।

যারা সেমিনারে যোগ দিয়ে বিস্তারিত জানতে চাও তারা নিজেদের বিস্তারিত লিখে WhatsApp এ মেসেজ করো। (Join with your Group of Friends).*****(FEAB শুধুমাত্র জব কনফার্ম হবে এমন জায়গায় সিভি পাঠায় তবে এর আগে তদের তৈরি করে গড়ে তোলে)*** প্রস্তুতি না নিয়ে ভাইভাতে গিয়ে সময় টাকা ও মানসিকতা নস্ট করে অযথা হতাশ হবার কোন মানে নেই।

***দূরে কোথাও কেউ বলিলে হুট করে ভাইভাতে যাবার দরকার নেই। কাছাকাছি হলে যেতে পারো। ***ভাইভাতে এটেন্ড করলে নিজের গ্যাপও বুঝতে পারবে।

১। সিভি সুন্দর ও পরিস্কার তথ্য বহুল হতে হবে। পদ ওবিভাগ অনুযায়ী সিভি সাজাতে হবে।

২। সিভি pdf হতে হবে, সাথে Doc ফর্মও হতে পারে।

৩। আবেদন করার সময় বিষয় ও বিস্তারিত লিখে সিভি পাঠাবে। প্রধান ও গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরবে।

৪। Dear Sir/Madam/Aas Salamualikum/Good Day পজিশন বুঝে সম্ভোধনী ভাষা ব্যবহার করতে পারো।

৫। রেফারেন্স এ এমন কারো বিস্তারিত দিবে যাকে সবাই ভালমতো চিনে জানে।

৬। সিভিতে নিজের নম্বর সাথে মা বাবা বড়ো ভাইবোন যেকারো নম্বর দিয়ে দিবে যাতে করে কলটা মিস না হয়ে যায়(বাড়িতে থাকা অবস্থায়)।

৭। ফ্রেশারদের সিভি ২পেজের বেশি, কভার লেটারসহ ৩পেজ। আর বাকিদের অভিজ্ঞতা অনুযায়ী সিভি বানাবে। তবে অযথা ফাকা ফাকা করে পেজ বাড়ানো অনর্থক ও অনেকের কাছে বিরক্তির কারন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.