






যুক্তরাষ্ট্র প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড প্রাপ্ত আমেরিকান সেলিব্রেটি শেফ মো: খলিলুর রহমানকে সংবর্ধনা দিয়েছেন শেফ’স ফেডারেশন অব বাংলাদেশ। দেশের হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ক্যাটারিং এ কাজ করা শেফদের সংগঠন শেফ’স ফেডারেশন অফ বাংলাদেশ গতকাল ২৮ ডিসেম্বর রাজধানী ওয়েস্টিন হোটেলের বলরুমে এক জমকালোপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

ফেডারেশনের সেক্রেটারি জেনারেল শেফ জহির খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এডভাইজর ইউনিক হোটেলের এন্ড রিসোর্ট এর সিইও মোঃ সাখাওয়াত হোসেন, ওয়েষ্টিন হোটেলের জেনারেল ম্যানেজার স্টেফহান খান, বিজনেজ আমেরিকা ম্যাগাজিন এর ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম, ফেডারেশননের প্রেসিডেন্ট শেফ মোহাম্মদ আলী, ভাইস প্রেসিডেন্ট শেফ আবুল বাশার, শেফ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন হেলাল, মেরিনা খন্দকার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেশের এবং দেশের বাহিরের বাংলাদেশি শেফদের মধ্যে সু-সম্পর্ক ও কুলিনারি শিল্পের প্রফেশনাল বাংলাদেশি খাবারকে বিশ্বদরবারে ব্যাপকভাবে ব্রান্ডিং করার গুরুত্ব তুলে ধরেন।


উপস্থিত ছিলেন মাদার অফ সেফ মেরিনা খন্দকার, তা্র হাতে ম্যাগাজিন প্রদান করেন আমারিকান টাইম ম্যাগাজিন এর ম্যানেজিং এডিটর এনামুল হক এনাম।

ওয়েস্টিন ঢাকা’য় অনুষ্ঠিত এই আয়োজনে নিরাপদ খাদ্য ও বিশ্ব খাদ্য উদ্ভাবন বিষয়ে বক্তব্য দেন ফিয়াব ফাউন্ডেশনের মহাসচিব খন্দকার রাজন। যেকোন প্রয়োজনে সবসময় পাশে থাকবে ফিয়াব ফাঊন্ডেশন।

শেফ খলিলুর রহমান, আগামী বছরের শেষদিকে নিউইয়র্কে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৩’- এ অংশগ্রহনের জন্য সবাইকে আমন্ত্রন জানান।
বাংলাদেশের ফুড বিশ্বের দরবারে তুলে ধরেছেন বাংলাদেশের সন্তান খলিলুর রহমান, পেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন পুরুস্কার, ২৮ডিসেম্বর চেফ ফেডারেশন অফ বাংলাদেশ তাকে সংবর্ধনা প্রদান করেছেন।তিনি বাংলাদেশের সকল খাবার বিশ্ব বাসির কাছে তুলে ধরতে চান।


