Facebooktwitterredditpinterestlinkedinmail

যারা ফুডে বি এস সি করবে সিনিয়রদের সাথে পরামর্শ করে নিবে। খরচ, ক্লাস কয়দিন কখন, চাকুরির পাশাপাশি, যারা ঢাকার আশেপাশে থাকবে তারা কাজ শেখার সুযোগ পেলে শিখে নিবে। প্রাইভেট বিএসসি কোন এক সময় কাল হয়ে দাঁড়াবে কারন অনেক বড়ো প্রতিষ্ঠান এক সময় আর প্রাইভেট থেকে বি এস সি করা কাউকে ভাইভার জন্য ডাকবেনা যা এখনই অনেক জায়গায় লক্ষ্য করা যাচ্ছে।

জীবন বড়ো কঠিন ভাল ক্যারিয়ারের জন্য ভাল কাজ জানা লাগে আর চাকরির জন্য প্ররিশ্রম ই যথেস্ট। চাকুরি খুজলেই পাওয়া যায় কিন্তু ক্যারিয়ার হলো যেকোনো একটা সেক্টরের জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা যেমন বেভারেজ, বেকারি, ডেইরি, মসলা, ফ্রোজেন ফুড, আইসক্রিম, এডিবল অয়েল, ফ্লাওয়ারমিল ইত্যাদি।

কিন্ত জ্যাম জেলি সস চাটনি পাউডার ড্রিংক লিচি জেল চানাচুর ডালভাজা সেমাই মুড়ি ড্রিংকস চিলিং সেন্টার এইসব বানায় বা চালায় এখন অপারেটরগন এসবের তেমন কোন ভবিষ্যৎ নেই। আর এতো ডিগ্রি নিয়ে এইসব এ কাজ করতে হবে কেনো। Diploma+ BSc/MSc করে কেনো কা…. দিতে হবে। যারা বিএসসি করবে তারা ঢাকার মধ্যে কাজ শিখে ভাল জায়গায় নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারো।

BAPA Food Exhibition 2019 FEAB Members with PRAN MD & Chairman

জীবনে ভাল ক্যারিয়ারের জন্য বেশি কিছু করার দরকার নেই শুধু বাজারের সকল বড় গ্রুপের খাদ্যপন্যের মান নিয়ন্ত্রন করার পদ্ধতি ও উৎপাদন পদ্ধতি শিখে নিলেই যথেষ্ট। কোথাও আটকানোর চান্স নেই, আর সেই সুযোগ করে দিয়েছে FIRMS Bangladesh: Food R&D, Lab Testing, ISO Training, Certification Co. আর এখানে যারা কাজ শিখেছে সবাই ভাল কোম্পানিতে জবে আছে। যেখানে সবাই সারাজীবন শিখতে ও অভিজ্ঞতা হলে জুনিয়রদের শিখাতে পারবে। চাকুরির পাশাপাশি যেকোন সময় এসে কাজ শিখতে ও প্র‍্যাক্টিস করতে পারবে। সাথে ISO HACCP GMP FOOD Safety HALAL Training তো আছেই। কে কোন বিষয়ে ভাল ভাবে শিখতে চান বিস্তারিত লিখে সিভি ইমেইল করুন feab2011@gmail.com Location: Opposite to Airport, Kawlar. Dhaka Bangladesh.

যারা ট্রেনিং করে তারা সরাসরি রেফারেন্স নিয়ে চলে আসে। আমরা তাদের খুজি যারা কাজ শিখতে আগ্রহী, যারা সময় নিয়ে কাজ শিখতে চায়, তারা চায় ভাল ক্যারিয়ার গড়তে। যারা আজ সকালে ট্রেনিং করবে তাদের মেলায় নিয়ে যাওয়া হবে সিনিয়রদের সাথে পরিচয় করাতে, সিনিয়র মানে. বড়ো ভাই না, GM, DGM, AGM, Factory Manager, QC, Production manager.

Food Tech exhibition 2022 at ICCB
Internee 2021 students

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.