Facebooktwitterredditpinterestlinkedinmail

কোভিড পরবর্তী পৃথিবীতে দক্ষতা নির্ভর কর্মক্ষেত্র সৃষ্টি হতে যাচ্ছে ব্যাপক ভাবে। দক্ষতা ছাড়া কোভিড পরবর্তি পৃথিবীতে কর্মক্ষেত্রে টিকে থাকা বেশ কষ্টসাধ্য হবে। এমতবস্থায়, যারা বাসায় বসে আছেন আর ভাল চাকুরি পেতে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে চান তাদের জন্য FEAB Foundation এর FIRMS International বাস্তব কোর্স হতে পারে আপনার একটি সফল কর্মসংস্থানের সুযোগ। নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করতে পারেন অল্প খরচে। এলাকায় ব্যবসা করতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ্। আর সাথে চাকুরির জন্য সিভি তো আমরা দিচ্ছিই বিভিন্ন কেম্পানীতে।

খাদ্য শিল্পে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে খুব শীঘ্রই। ইতোমধ্যে এই শিল্পের ব্যপক প্রসারণ শুরু হয়ে গেছে কিন্তু দেশে সে অনুযায়ী তৈরি হয়নি দক্ষ মানব সম্পদ। তাই যারা জবে আছেন তাঁরাই জবের সুযোগ পাচ্ছে যদিও ফ্রেশ চাচ্ছে অনেকেই। এখনই যদি খাদ্য শিল্পের জন্য নিজেকে তৈরি করতে পারেন তবে, ভবিষ্যতে আপনার জন্য থাকছে অভাবনীয় সম্ভাবনা।

দেশের সবচেয়ে অভিজাত এবং বড় গ্রুপে কর্মরত বিশেষজ্ঞ ও Top Management- প্রফেশনালদের একমাত্র বিশেষায়িত সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত প্রতিষ্ঠান। RJSC-13055

FEAB এ কেন কাজ শিখবেনঃ
১। নিজস্ব ল্যাব ও মিনি কারখানায় কাজ করার সু্যোগ।
২। দেশ বিদেশের সকল নামকরা টেকনিক্যাল প্রতিষ্ঠান এর সাথে সম্পর্ক।
৩। ট্রেইনিং ও ক্যারিয়ার এর জন্য নিজস্ব কারখানায় কাজ করার ব্যবস্থা ও চাকুরিতে সহায়তা।
৪। সদস্যদের ভাল চাকুরির ভাইভার জন্য প্রস্তুত করা।
৫। মাসিক ১-২ হাজার টাকা শুধুমাত্র কাজ শিখতে কাচামালের খরচ।
৬। দেশে ও দেশের বাইরে Job Assistance।
৭। ডিজিটাল ক্লাসরুম ও প্রাক্টিকাল ল্যাব।
৮। খাদ্য শিল্পের কাজ শেখার একটি বিশেষায়িত প্রতিস্ঠান।

আমাদের কোর্স সমূহঃ
১। QA QC Analytical skills development
২। R&D Product Development
৩। ISO HACCP GMP STANDARD Certificate Course
৪। Professional Grduate Diploma-in Canada
৫। Certificate Course in Dairy, Beverage, Bakery
৬। Professional Course (6Month) in F&B Production/Manufacturing

যোগাযোগঃ
FIRMS International Institute
Kwalar, CAAB Quarter Area, Opposite Dhaka Airport
+88 01911763810 | +88 01303506585 I +88 011612345661
www.feabfoundation.com www.lgcsbd.com www.pecb.com www.hrc.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.