






বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমাজের সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। পাশাপাশি গুনীজন সংবর্ধনা ও সমাজে ভাল কাজের স্বীকৃতি সম্মাননা পদক প্রদান করে আসছে, সেই মোতাবেক গত ২৮ নভেম্বর ২০২০ তারিখে বিকাল ৪ঃ০০ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিসদ মিলনায়তনে ২২/১,তপখানা রোড ঢাকায় বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা ও গুনীজন সম্মাননা অনুসঠানে প্রধান অতিথি সাবেক ধর্ম প্রতি মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, বিশেষ অতিথি অতিরিক্ত অর্থ সচিব পীরজাদা হারুন এবং এড. মো. কামরুজ্জামান ভুইয়া (গুনীজন ও বিশেষ অতিথির আসনে আসন গ্রহন করেন)। তিনি ফুড ইঞ্জিয়ারিং এলামনাই অব বাংলাদেশ ফাউন্ডেশন এর লিগ্যাল এডভাইজার হিসেবে নিয়োজিত আছেন ২০১৮ সাল থেকে।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি আমাদের আইনজীবী সনদ পরিক্ষার্থীদের আন্দোলন করে সময় নষ্ট না করে নিয়মিত লেখাপড়া করতে আহবান জানান। তিনি সকলের প্রতি বিশ্ব শান্তির পথে আহবান করে বলেন, আমি বাংলাদেশ বিশ্ব শান্তি আহবায়ক সমিতি এর কেন্দ্রীয় সদস্য এবং বিশ্ব শান্তি হলো মহাবিশ্বএর মালিকের দলে অবস্থান করা। যারা মহাগ্রন্থের আলোকে অন্তত সুরা ফাতিহা ও বাকারা অনুসারে শুধু অতীত সতর্ককারীগনের প্রতি বিশ্বাসী তারা মুলত বিশ্বাসী নয় আর এই মহাবিশ্বে যারা অতীত ও বর্তমানে আল্লাহর সতর্ককারীর আহবানে সাড়া দিবে তারাই প্রকৃত বিশ্বাসী। তিনি দুনিয়ার সকলদের প্রতি বাংলাদেশ বিশ্ব শান্তি আহবায়ক সমিতি এর পতাকা তলে এসে বিশ্ব শান্তি ও নিজের জন্য ইহজাগতিক ও পরলৌকিক শান্তি নিশ্চিত করতে আহ্বান জানান।