






যারা শিল্পক্ষেত্রে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের হাতে কলমে কাজ শেখার সুযোগ করে দিয়েছেন ফিয়াব ফাউন্ডেশনের আইকনগণ। এখানে আপনি ডেইরি, মিল্ক, বেকারি, জুস, বেভারেজ, পানি, চকোলেট, চিপস, তৈরি ও ল্যাবে কাঁচামাল ও পন্যের পরীক্ষার সকল কাজ শিখতে পারবেন। দেশের নামকরা সকল খাদ্যশিল্পের জিএম, ডিজিএম, এজিএম, ফ্যাক্টরি ম্যানেজার গন এখানে কাজ শিখান।
