Facebooktwitterredditpinterestlinkedinmail

যেসকল প্রতিষ্ঠান এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন পন্য তৈরি করছেন এবং বিদেশে পণ্য রপ্তানি করবেন, আপনার প্রতিষ্ঠান আবশ্যই BUREAU VERITAS, SGS থেকে ISO HACCP সনদ নিবেন তাহলে নিশ্চিত থাকতে পারবেন যেকোন দেশে পন্য রফতানি করতে। ভাইরাসের মত গজানো প্রতিষ্ঠান থেকে সনদ দেয় তাদের খরচ আর উল্লেখ্য প্রতিষ্ঠান এর খরচ একই, তাই ভাইরাস সংক্রমণের মত খেপ মারা কোম্পানি থেকে সনদ নিয়ে ঝামেলায় পরবেন না।
৫ দিনের কোর্স আমরা এখান থেকেই করেছি আপনারাও তাই করবেন।
আর ১/২/৩ দিনের প্রফেশনাল কোর্স করবেন যারা শিল্প কারখানা সাথে জড়িত এমন প্রতিষ্ঠান থেকে যারা আপনাকে যেকোনো কাজ হাতে কলমে বুঝিয়ে দিবে। যারা ১০-১২ জনের জায়গায় ১৫-২০০ জন নিয়ে খেপ মেরে ট্রেনিং করায় তাদের কাছে কি শিখবেন বলেন? ১৫০-২০০ জন নিয়ে কি ওয়ার্কসশ বা ট্রেনিং হয় নাকি সেটা সেমিনার। তাই টাকা ও সময় জলে ফেলার আগে ভেবে নিবেন। পরামর্শ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সঠিকটা বলে দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.