






আজব দেশ আজব পলিটেকনিক ইন্সটিটিউট !
যেখানে আমরা এক শিফট থাকা অবস্থায় আমাদের সম্মানিত শিক্ষকগণ ক্লাস না নিয়ে আমাদের ক্লাস ফাঁকি দেওয়া শিখিয়েছিলেন। আজ যেখানে অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নেই এক শিফট ক্লাস নেবার, সেখানে আমাদের মানুষ গড়ার কারিগরগন ছাত্রদের রাস্তায় নামিয়েছেন নিজেদের স্বার্থ সিদ্বির জন্য। বরং আন্দোলন হওয়া উচিত শিক্ষক নিয়োগের, আন্দোলন হওয়া উচিত খাদ্য শিল্প কারখানার অভিজ্ঞদের গেস্ট লেকচারার হিসেবে সুযোগ দেবার যাতে করে ছাত্ররা সবকিছু ভালভাবে জানতে ও শিখতে পারে। যাদের শেখার ইচ্ছা আছে তারা ফিয়াব এ আসুন ফ্রি শিখানো হবে , টাকা দিতে হবে না। আর আমাদের শিক্ষকগণ কেন আন্দোলন করছে বুঝলে বুঝপাতা, না বুঝলে খালিপাতা। লিখেছেনঃ কে আর ইসলাম