






বাপা-বাংলাদেশ এগ্রো প্রসেসরস এসোসিয়েশন এর নতুন কমিটি ২০২৩-২০২৫ এর সভাপতি হাসেম ফুডস এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (MD) জনাব এম এ হাসেম, সাধারণ সম্পাদক ইকতাদুল হক ( স আহমেদ এন্ড কোং) আজ বাপার নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহন করেছেন। রাজধানীর একটি হোটেলে আজ এই দায়িত্ব গ্রহন করেছেন নব নির্বাচিত কমিটির সদস্যদের উপস্তিতিতে নতুন পরিচালনা পর্ষদ।

জনাব আবুল হাসেম সাহেব এর সাথে খন্দকার রাজন।
ফিয়াব ফাউন্ডেশনের মহাসচিব খন্দকার রাজন জানান জনাব হাসেম সাহেব এখন সিংগাপুর চিকিৎসাধীন আছেন, সবাই উনার জন্য দোয়া করবেন। তিনি যেনো দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। গত ৩ সেপ্টেম্বর গাড়ি দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাস্পাতালে ভর্তি হন, পরে উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর নেয়া হয়।

(বা থেকে) খন্দকার রাজন(ফিয়াব মহাসচিব) ইঞ্জিনিয়ার সৈয়দ এম মোস্তফা(নাসা ফুড), আহসান খান চৌধুরী(প্রান আরএফএল গ্রুপ), মি. আজিজ(পারটেক্স গ্রুপের পরিচালক) মো আজমী ( পরিচালক বিডি ফুড), মাইকেল দে(থাই ফুড)

সকল তরুন মালিকদের সাথে ফিয়াব মহাসচিব খন্দকার রাজন
গত ৩০আগস্ট হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে কেমন বাপা চাই মতবিনিময় সভায় ফিয়াব মহাসচিব খন্দকার রাজন (বসুন্ধরা গ্রুপের সাবেক ডিজিএম) উনার সাথে আগামীর নিরাপদ খাদ্যের বাংলাদেশ গড়তে করনীয় সমন্ধে ফিয়াব এর ভূমিকা নিয়ে কথা বলেন।

বা থেকে খন্দকার রাজন ও ইঞ্জিনিয়ার সৈয়দ এম মোস্তফা (ডানে) নাসা ফুড এর স্বত্বাধিকারী।
BAPA এর পক্ষ থেকে সার্বক্ষনিক সাথে আছেন সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ এম মোস্তফা যার ব্যালট নং ছিলো ৩৩। খাদ্য শিল্পের উন্নয়ন এ তারা একসাথে কাজ করছেন। উল্লেখ্য ফিয়াব ফাউন্ডেশন হলো খাদ্যশিল্পের টপ ম্যানেজমেন্টদের সংস্থা যা খাদ্যশিল্পের উন্নয়ন এ দক্ষ জনশক্তি তৈরি করে চাকুরির জন্য তৈরি করে।
উল্লেখ্য গত ২সেপ্টেম্বর নির্বাচনে বাপা ঐক পরিষদের ১৫ জনই বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করেন।

