





কেন হবেন FEAB এর Member ?
ভাল চাকুরি পেতে এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলতে। “আমরা সু্যোগ করে দিবো নিজেকে প্রমান করার দায়িত্ব আপনার”
১। FEAB এর সাথে জড়িত আছেন দেশের সকল বড় কোম্পানিগুলোর সিওও, জিএম, ডিজিএম, এজিএম, ম্যানেজার (আর এন্ড ডি, কিউসি ওবং প্রোডাকশন) যারা ট্রেইনার হিসেবে উপস্থিত থাকেন, যাদের সাথে সম্পর্ক হবে সারাজীবনের আর ভাল চাকুরির সুযোগ করে দিবেন তারাই।
২। অনেক বার যোগ্য লোক খোঁজে পাইনা কারন, যোগ্য লোকের অনেক অভাব, আমরা গাইডলাইন দেই যেসব কাজের বাজার চাহিদা বেশি।
৩। অনেকেই বারংবার আবেদন করেও ভাইভার সুযোগ পান না, বা ট্রেনিং না থাকার কারনে বাদ পরেন শর্টলিস্ট থেকে। আমরা তাদের সু্যোগ দেই।
৪। যোগ্যতা থাকা সত্ত্বেও সু্যোগের অভাবে অনেকেই উপরে উঠতে পারেন না। আমরা এমন মানুষদের সূযোগ করে দিয়েছি এবং দেইও বটে যারা আমাদের ট্রেনিং করেছেন তাদের সাথে কথা বলে দেখতে পারেন। আর যারা পাননি তাদের অনেকেই পেয়ে যাবেন।
৫। সরাসরি নিয়োগ দিয়েছি এবং দিবোও তাদের যারা আমাদের কাছে মনে হয় অন্যতম।
বিস্তারিত www.feabfoundation.com www.pecb.com www.lgcsbd.com

