





বর্তমান চাকুরির বাজারে নিজেকে একজন দক্ষ জনবল হিসেবে প্রস্তুত করতে যেমন সব বিষয়ে পারদর্শী হতে হবে তেমনিভাবে রেফারেন্স থাকাটা জরুরী। তাই দেশের সকল ফুডের বড় ভাইদের পরিচয় জানতে চলে আসুন Group: Food Engineering Alumni of Bangladesh page FEAB-Food Engineering Alumni of Bangladesh এর সাথে যারা সবাই পাশ করেছেন DPI +SUB, DIU থেকে এবং দেশের সকল খাদ্য শিল্পে COO, GM, DGM, AGM, FACTORY Manager হিসেবে নিয়োজিত আছেন। এখানে সিনিয়র অনেকের ছবি দেয়া হল। যারা BAPA Exhibition এ FEAB এর সাথে ছিলেন তারা সবই বড়দের সাথে পরিচিত হয়েছেন। দেখা হয়েছে দেশের অনেক ফুড কোম্পনীর মালিকদের সাথে।


