Facebooktwitterredditpinterestlinkedinmail
স্কুল অফ ইঞ্জিনিয়ারিং উদ্ভোধন- কামাল উদ্দিন, ট্রেড কমিশনার, হাই কমিশন অফ কানাডা,
খন্দকার রাজন ফাউন্ডার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, ফিয়াব ফাউন্ডেশন

দেশসেরা ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপিত ১৯৫৫ সালে তখন নাম ছিলো ইস্ট বেঙ্গল পলিটেলনিক ইন্সটিটিউট। স্বাধীনতার পর নামকরন হয় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট।

ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় প্রথম ৩ বছর মেয়াদী কেমিক্যাল (ফূড) টেকনোলজি চালু হয় ১৯৮০ সালে। ২০০০ সাল অবধি কেমিকৌশল এ কেমিক্যাল (ফূড) একই বিভাগের অধীনে ছিলো। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সম্পূর্ণ নতুন সিলেবাসে ২০০০-২০০১ সেশন থেকে চালু হয় ৪বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।

সবাইকে নিজ হাতে কাজ শিখিয়ে আমরা ভালো চাকুরির ব্যস্থা করে চলেছি ২০১৬ সাল থেকেই। আমাদের সাথে যোগ দিতে মেসেজ করো +8801911763810 WhatsApp www.feabfoundation.org

২০০১ সালে প্রথম ৪বছর মেয়াদি ফুড টেকনোলোজি বিভাগ আলাদা করে স্বতন্ত্র বিভাগ চালু হয় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এ। সেশন ২০০০-২০০১, পাশের তারিখ ফেব্রুয়ারী ২০০৫। এরপর সারাদেশের ৫টি জেলায় নতুন বিভাগ চালু হয়। এখন দেশের প্রায় ১১টি পলিটেকনিকে ফূড টেকনোলজি পড়ানো হয়।

১৮ বছরে কে কোথায় আছেন? সরকারী, বেসরকারী ও শিক্ষকতা, ব্যবসা, রাজনীতি মিলিয়ে আছেন দেশসেরা প্রতিষ্ঠানের উচ্চপদে। প্রথম মেধাবী ৩ জন শিক্ষকতায় ঢুকেন ২০০৬ এ সালে খন্দকার রাকিবুল ইসলাম (রাজন), শাহরিয়ার আলম ও জসিম উদ্দিন মুজাহিদ।

খন্দকার রাজন- ঢাকা পলিটেকনিকের প্রথম ৩ সেমিস্টারে ১ম স্থান ও সকল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়ে রেকর্ড গড়েন। ক্যারিয়ার শুরু করেন পেপসিকোলাতে ২০০৫ সালে। ২০১৫ সালে কাজ শুরু করেন বসুন্ধরা গ্রুপে এবং ২০১৬ সালে মাত্র ৩২ বছর বয়সে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দেন। গ্রুপের ফুড প্রসেসিং এর প্রায় সকল প্লান্ট তার নিজ হাতে গড়া।

Inaugural ceremony of Bashundhara snacks in 2017

এখন কাজ করছেন কয়েকটি বিদেশি কোম্পানির বাংলাদেশ চিফ হিসেবে। চাকুরি ও উচ্চশিক্ষার সুযোগে ভ্রমন ও উচ্চতর প্রশিক্ষন নিয়েছেন কানাডা, সুইডেন, ডেনমার্ক, ইটালী, ভ্যাটিকান, চায়না, ভারতের অসংখ্য শহরে। উল্লেখ্য ২০০৬-২০০৯ সাল শিক্ষকতা করে রাজন চলে আসেন প্রাইভেট সেক্টরে ও উচ্চ শিক্ষায় সুইডেন গমন করেন। প্রথম যোগদান নওগাঁ পলিটেকনিক, পরে নরসিংদী পলিটেকনিক এ শেষ ঠাকুরগায় পলিটেকনিক এ বদলি হলে সেখান থেকে চলে আসেন নিজের উন্নত ক্যারিয়ারের সন্ধানে।

তবে খন্দকার রাজন School of Engineering for Jobs & Careers-PDCA এর সুবাদে সব পলিটেকনিক ও অনেক ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের ক্লাস নিচ্ছেন ও ISO HACCP GMP GLP training করাচ্ছেন, চাকুরির পাশাপাশি শিক্ষকতা ধরে রেখেছেন। শিক্ষকতা করেছেন International Maritime Academy, Bangladesh তে, ছাত্ররা আছেন সব 5star Ship এ।

এখন শাহরিয়ার আলম ও জসিম উদ্দিন মুজাহিদ ইন্সট্রাকটর হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর অধীনে। দুজনই শিক্ষক রাজনীতির সাথে যুক্ত আছেন, সকলের দাবী ও উন্নত শিক্ষাব্যবস্থার কল্যানে। জসিম উদ্দিন আছেন ঢাকা পলিটেকনিক এ, এর আগে ছিলেন গোপালগঞ্জে।

Foyez Ahammad আছেন UK তে হাই কমিশন লন্ডনে, সেখানে সপরিবারে অবস্থান করছেন ৭ বছরের বেশি সময় ধরে, এর আগে ছিলেন ভুটানে।

Hira Ahmed রাজনৈতিক ব্যাক্তি, ঢাকা মহানগরীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মহানগরীর উত্তরে ও সিভিল এভিয়েশন এ তার ঠিকাদারি প্রতিষ্ঠান এর ব্যবসা চলমান।

Md Moklesur Rahman Manager Newton Chandra Dey Sr. Manager Md. Nozibul Hoque Mamun AGM @Samsul hoque Sr. Manager প্রানে ক্যারি. শুরু করেছিলেন আছেন সেখানেই। Nozibul Hoque এখন Alin Food এর AGM Production হিসেবে আছেন।Masumul Khair Emon আছেন Abul Khair Group এ Imran Hossain প্রতিষ্ঠিত ব্যবসায়ী Jahangir Hossain শিক্ষকতা করছেন Shibpur Girls High School এ। এছাড়াও অনেকেই আছেন বিভিন্ন জায়গায় ম্যানেজার পজিশনে।আমাদের সাথে থাকতে যোগ পারো Group Food Engineering Alumni of Bangladesh Like Our page FEAB-Food Engineering Alumni of Bangladesh Foundation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.